‘রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আওয়ামী দোসররা ওত পেতে আছে’— রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, দেশের প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ সরকারের দোসররা ওত পেতে বসে আছে। মঙ্গলবার (১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার শাসনামলে যারা গণতন্ত্রের কথা বলেছে, তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে, গুম-খুনের শিকার হতে হয়েছে। এমনকি এমপি ও ওয়ার্ড কাউন্সিলররাও রেহাই পাননি। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে এসব করিয়েছেন। দুর্নীতি-লুটপাটে দেশকে ডুবিয়ে দিয়েছেন, কিন্তু কাউকে প্রতিবাদ করতে দেননি।”

তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা হয়তো জানতেন, কোনোদিন তাকে পালিয়ে যেতে হতে পারে, তাই তিনি তার ঘনিষ্ঠ লোকদের দিয়ে টাকা লুটপাট করিয়ে বিদেশে পাচার করেছেন। ভারতের গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে তিনি ক্ষমতায় টিকে ছিলেন। যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বললেই তার পরিণাম ভয়াবহ হয়েছে।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী প্রশ্ন করেন, “আপনাদের ভয় কীসে? আপনারা এখনো হাসিনার দোসরদের কেন ধরছেন না? তারা খুনি ও গুন্ডা, তাদের হাতেই শহীদ হয়েছে আমাদের ছাত্র-জনতা।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী ষড়যন্ত্রের শিকড় এখনো রয়েছে। শেখ হাসিনার দোসররা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্র পাকাচ্ছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।