নওগাঁর বদলগাছীতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বদলগাছী উপজেলার চৌরাস্তা মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের পেছনে সোমবার (৭ অক্টোবর) আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার স্কুল মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ নিয়ে অসন্তোষের কথা উঠে আসে। সমাবেশ সম্পর্কে উপজেলা ছাত্রদল আগে থেকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতারা। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় একটি জরুরি সভায় আগামী কর্মসূচিতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিলেও, সভা শেষে জাকির হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলার সময় দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
ফেরার পথে ছাত্রদলের নেতারা চৌরাস্তা মোড়ে পৌঁছালে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বদলগাছী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু হোসেনসহ কয়েকজন আহত হন। কিছু সময় পরে দ্বিতীয় দফায় আবারও হামলা হয়, যেখানে আরও পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের অভিযোগ, গ্রুপিংয়ের কারণে তাদেরকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে এবং তারা এ ঘটনার বিচার চেয়ে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ছাত্রদল যে অভিযোগ করেছে, তা অন্য গ্রুপের কাজ। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু এ বিষয়ে জানান, সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি অবগত নন, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।