ঢাকা, ১ অক্টোবর ২০২৪ (ফরচুন ট্রিবিউন): ইসরাইল, হামাস ও হিজবুল্লাহর প্রতি জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্কের সমাপ্তি ঘোষণা করেন ইউএনজিএ’র চেয়ারম্যান ফিলেমন ইয়াং। সোমবার সমাপনী বক্তব্যে তিনি মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই অস্থিরতা পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার শঙ্কা তৈরি করছে বলে সতর্ক করেন।
ইয়াং তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বিশ্বকে এ অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যেতে দেওয়া মোটেই উচিত নয়।” তিনি যুদ্ধরত দলগুলোকে যুদ্ধবিরতি এবং সংলাপে আসার জন্য চাপ দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টির জন্য সমস্ত অস্ত্র সরবরাহকারী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শক্তি প্রদর্শনের চেয়ে আলোচনা ও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে হবে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলো তাদের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করবে, যাতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।
সাধারণ বিতর্কের শেষ দিনে গাজা ও লেবাননের সাম্প্রতিক সংঘাতের নিন্দা জানিয়ে অনেক বক্তা বৈরিতা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম সাব্বাগ ইসরাইলের আগ্রাসনের কঠোর সমালোচনা করে বলেন, “ইসরাইল যে যুদ্ধাপরাধ করছে, তার জন্য বিচার হওয়া আবশ্যক।” নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ভালড্রাক লুডউইং জায়েন্ত্শ্কে হুইটেকারও বিশ্ব শান্তির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরাইলের সামরিক পদক্ষেপের নিন্দা জানান।
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিতর্কে মোট ১৯৩ জন নেতা অংশ নেন, যার মধ্যে ছিলেন ৭১ জন রাষ্ট্রপ্রধান, ৪২ জন সরকার প্রধান, ৬ জন ভাইস প্রেসিডেন্ট ও যুবরাজ এবং ৮ জন উপ-প্রধানমন্ত্রী।