হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম সোমবার এক বিবৃতিতে জানান, ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
শুক্রবার ইসরাইলের বিমান হামলায় সংগঠনের নেতা হাসান নসরল্লাহর মৃত্যুর পর কাসেম টেলিভিশনে এক ভাষণে বলেন, “আমরা যত দ্রুত সম্ভব আমাদের নতুন প্রধান নির্বাচন করব।”
তিনি গাজা ও ফিলিস্তিনের সমর্থনে লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষা অব্যাহত রাখার কথা বলেন এবং যোগ করেন, “আমরা ইসরাইলি শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, বিশেষত বেসামরিক নাগরিক হত্যা ও গুপ্তহত্যার জবাবে।”
কাসেম দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, “যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। যদি ইসরাইল স্থলপথে হামলা চালায়, তবে আমাদের প্রতিরোধ বাহিনী যথাযথভাবে প্রস্তুত রয়েছে।”
হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, নসরল্লাহর মৃত্যুর সময় ইরানি জেনারেল আব্বাস নীলফোরওশান এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী কারাক উপস্থিত ছিলেন।
কাসেম বলেন, “নতুন মহাসচিব নির্বাচন দ্রুত সম্পন্ন হবে।” যদিও কবে নির্বাচন হবে বা নসরল্লাহর জানাজার সময়সূচি সম্পর্কে কিছু জানাননি, তবে তিনি আশ্বাস দেন যে প্রার্থী নির্বাচন যথেষ্ট পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ হবে।
নসরল্লাহর মৃত্যুর পর কাসেম সংগঠনের দায়িত্ব গ্রহণ করলেও নতুন মহাসচিব নির্বাচনের জন্য হিজবুল্লাহর শুরা পরিষদের বৈঠক হতে হবে।