রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ভিডিও বার্তায় ঘোষণা করেন, মস্কো ইউক্রেনে নির্ধারিত সব লক্ষ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, যুদ্ধের তৃতীয় বছরে এসে রাশিয়া তার পরিকল্পনা বাস্তবায়নে অটল থাকবে।
মস্কো থেকে এএফপি-র প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পুতিনের এই মন্তব্যটি রাশিয়ার ‘পুনর্মিলন দিবস’ উপলক্ষে এসেছে, যখন তিনি দাবি করেন, ইউক্রেনের আরও চারটি অঞ্চল দখলে নেওয়া হয়েছে। তিনি বলেন, “সত্য আমাদের পক্ষে আছে। আমরা নির্ধারিত সব লক্ষ্য অর্জন করব।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর পর রাশিয়া লুগানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলগুলোকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে বলে দাবি করে। পুতিনের ভাষায়, ইউক্রেনে সৈন্য পাঠানোর পক্ষে তার দাবি ছিল, “নব্য-নাৎসি একনায়ক শাসক গোষ্ঠী” ইউক্রেনবাসীকে রাশিয়ার ঐতিহাসিক ভূমি থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছিল, তাই তিনি সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “এরা ইউক্রেনকে তাদের উপনিবেশ বানিয়ে ফেলেছে এবং রাশিয়াকে নিশানা করার জন্য একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিণত করেছে।” পুতিন আরও বলেন, “আজ আমরা আমাদের সন্তান-সন্ততি এবং নাতি-নাতনিদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য লড়াই করছি।”