হলিউডের একজন অন্যতম পরিচিত এবং প্রভাবশালী পরিচালক গিয়ের্মো দেল তোরো। তাঁর অসাধারণ সৃজনশীলতা ও গল্প বলার ক্ষমতা তাঁকে তিনবার অস্কার এনে দিয়েছে, কিন্তু এই সফলতার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ১৬ বছরের ব্যর্থতার গল্প। দেল তোরোর শুরুটা ছিল লেখালেখি দিয়ে, যেখানে তিনি একের পর এক চিত্রনাট্য লিখে ব্যর্থ হন। প্রথমদিকে তাঁর কোনো লেখা সিনেমার পর্দায় আসেনি, এবং হলিউডে নিজের জায়গা তৈরি করতে তাঁকে দীর্ঘ দেড় যুগ সময় ব্যয় করতে হয়।
ক্যারিয়ারের শুরুর দিকে দেল তোরো প্রচুর বই পড়তেন এবং সিনেমা দেখতেন। এতটাই যে, একসময় তাঁর বই এবং সিনেমার সংগ্রহ এত বিশাল হয়ে যায় যে, এগুলো রাখার জন্য তাঁকে আলাদা একটি বাড়ি কিনতে হয়। তাঁর ভালো বন্ধুদের মধ্যে আছেন জেমস ক্যামেরন, আলফোনসো কুয়ারন, আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু, এবং রবার্ট রদ্রিগেজ, যারা একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
দেল তোরো ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে এবং ৭৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’, ‘প্যান’স ল্যাবরিন্থ’, ‘হেলবয়’, এবং ‘গিয়ের্মো দেল তোরো পিনোচিও’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৪০টিরও বেশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং ২৬টি সিনেমা নির্মাণ করেছেন।
4o