টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্প্রতি যৌন হেনস্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রেমিক দেবের সঙ্গে টলিউডে যাত্রা শুরু করলেও, নিজের অভিনয়গুণেই দর্শকের মন জয় করেছেন তিনি। শুধু টলিউড নয়, বলিউডেও ইতিমধ্যে কাজ করে ফেলেছেন রুক্মিণী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী টালিউডে যৌন হেনস্তার বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, “সত্যি কথা বলতে, আমাকে কখনোই এমন কোনো খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি।” তবে তিনি আরও যোগ করেন, “এটা একান্ত ব্যক্তিগত বিষয়। সবার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমি ১৩ বছর বয়স থেকে কাজ করছি, এবং কখনোই এমন কিছু অনুভব করিনি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি বা বিদেশ—যেখানেই কাজ করেছি, আমার অভিজ্ঞতা সবসময় ভালো ছিল।”
রুক্মিণী আরও বলেন, “অনেক মেয়েই আছেন, যাদের অভিজ্ঞতা আমার চেয়ে ভিন্ন। কারো কাছে যিনি ভালো, অন্য কারো কাছে হয়তো তিনি খারাপ। যাদের সঙ্গে এমনটা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক।”
তিনি আর্জি কর হাসপাতালের ঘটনার উদাহরণ টেনে বলেন, “এই একটি ঘটনার পর অনেক কিছু সামনে এসেছে এবং অনেক পরিবর্তন হচ্ছে। তবে যৌন হেনস্তার বিষয়টা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়। অন্যান্য ক্ষেত্রেও, হয়তো আরও ভয়াবহভাবে, এটি বিদ্যমান। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে আমরা অন্তত সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারি, প্রতিবাদ করতে পারি। অন্য সেক্টরে কেউ প্রতিবাদ করলে হয়তো চাকরিই হারিয়ে ফেলবে। তাই এই বিষয়ে সচেতনতা এবং প্রতিবাদ সব ক্ষেত্রেই হওয়া উচিত।”
“ফরচুন ট্রিবিউন”-এর মতে, রুক্মিণীর এই বক্তব্য শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, সমাজের প্রতিটি স্তরের যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদে নতুন ভাবনার জন্ম দিচ্ছে।