মিঠুন চক্রবর্তী পাচ্ছেন দাদাসাহেব ফালকে সম্মাননা

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার পেতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার। আজ সোমবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। মিঠুনকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হবে আগামী ৮ অক্টোবর, ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, “মিঠুন দার অসাধারণ সিনেমাটিক যাত্রা সব প্রজন্মের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।” তিনি আরও উল্লেখ করেন, সিলেকশন জুরি মিঠুন চক্রবর্তীর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছে।

মিঠুন চক্রবর্তী বাংলা ও হিন্দিসহ প্রায় ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়ের অভিষেক হয়। চার দশকের বেশি সময় ধরে নানা ভাষা ও ঘরানার সিনেমায় তাঁর অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক।

সম্প্রতি শারীরিক অসুস্থতা সত্ত্বেও অভিনয় থেকে বিরতি নেননি এই শক্তিমান অভিনেতা। তাঁর নতুন বাংলা সিনেমা ‘শাস্ত্রী’ এই দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় আছে।

“ফরচুন ট্রিবিউন”-এর মতে, মিঠুন চক্রবর্তীর এই সম্মাননা তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও অবিস্মরণীয় অবদানের যথার্থ স্বীকৃতি।