ফুল দিয়ে মন্ত্রী-পুলিশের সাথে ছবি! ঢালিউডের সংকট নিয়ে বাপ্পারাজের বিস্ফোরক মন্তব্য

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় দেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন। আড্ডার শুরুতে তিনি জাগো নিউজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে দেশের চলচ্চিত্রের সংকট, শিল্পী সমিতির রাজনীতি এবং কিংবদন্তি অভিনেতা তার বাবা, রাজ্জাককে নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রথম প্রশ্ন ছিল, বর্তমান চলচ্চিত্রের সংকট নিয়ে। বাপ্পারাজ বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে প্রকৃত সিনেমা বানানোর লোকের অভাব। যারা সিনেমা ভালোবাসে, এমন মানুষ কমে গেছে। এখানে এখন ধান্দাবাজির রাজত্ব চলছে। কিছু ভালো মানুষ আছে, কিন্তু তারা কোণঠাসা হয়ে আছে। তারা সুযোগ পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না।”

শিল্পী সমিতির বিষয়েও কড়া মন্তব্য করেন তিনি। বাপ্পারাজ জানান, “একসময় আমাদের শিল্পী সমিতি এমন ছিল যে, মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে ছবি তোলা হতো। তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের মানুষ ছবি তুলবে, আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। এ ধরনের তোষামোদির রাজনীতি আমাদের ইন্ডাস্ট্রিতে চালু হয়ে গিয়েছিল।”

এফডিসিকেন্দ্রিক রাজনীতির কারণ সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ স্পষ্টভাবে বলেন, “কাজের লোক কমে গেছে। কাজ না থাকলে চামচামি আর তোষামোদি চলতেই থাকে। যে কোনোভাবে সুবিধা পাওয়ার চেষ্টা করছে সবাই।”

সমিতির ভূমিকা সম্পর্কে তার মত হলো, সমিতির মূল কাজ হওয়া উচিত শিল্পীদের ব্যক্তিগত সমস্যার সমাধান করা, তবে বর্তমানে সমিতিগুলো ক্ষমতা আর পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বাপ্পারাজ তার বাবা নায়করাজ রাজ্জাকের বিষয়ে বলেন, “নায়করাজ রাজ্জাক ব্যক্তিগত সম্পদ নয়, তিনি বাংলাদেশের। তার অবদান রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। ব্যক্তি উদ্যোগে তার জন্য কিছু করা ঠিক হবে না।”

এ ধরনের মন্তব্যে বাপ্পারাজ তুলে ধরেছেন ঢালিউডের আড়ালে থাকা অনেক সমস্যা এবং শিল্পীদের সংকট।