নারী নিরাপত্তার দাবিতে যখন কলকাতা শহর একসঙ্গে আওয়াজ তুলেছিল, তখন থেকেই দেখা যাচ্ছিলো নারীর প্রতি সহিংসতা ও কুরুচিপূর্ণ আচরণের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। আরজি কর হাসপাতালের ঘটনার পর নারীরা রাতের শহর দখলে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন, যেখানে পুরুষরাও সমর্থন জানাতে এগিয়ে এসেছিলেন। তবে সেই প্রতিবাদী সুর মাস পেরোতে না পেরোতেই এবার উল্টো চিত্র দেখা গেলো। এক ব্যক্তি, যিনি আরজি করের ন্যায়বিচার দাবি করে ‘প্রতিবাদী’ প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলেন, সেই একই ব্যক্তি এবার নুসরাত জাহানের একটি ছবি শেয়ার করে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন।
শেয়ার করা সেই ছবিতে লেখা ছিল, “নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে গেলে যেমন কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে।” যদিও সরাসরি কোনো অশ্লীল শব্দ ব্যবহার না করলেও ছবিটির মাধ্যমে স্পষ্টতই নারীর দেহ নিয়ে কটূক্তি করা হয়েছে।
এই ঘটনা সামনে আসতেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে সেই ব্যক্তির প্রোফাইল পিকচার ও কুরুচিপূর্ণ পোস্টটি একসঙ্গে শেয়ার করে লিখেছেন, “এই ধরনের সম্ভাব্য ধর্ষক ও ট্রোলারদের চিনে রাখুন। নুসরাত হোক বা পাড়ার সোনামণি, কেউই এমন মন্তব্যের যোগ্য নয়। এদের চিহ্নিত করুন এবং সবার সামনে এদের মুখোশ খুলে দিন, যতক্ষণ না এরা ক্ষমা চাইছে। সাইবার ক্রাইমের আইনের আরও কড়াকড়ি হওয়া উচিত।”
শ্রীলেখা আরও বলেন, “নুসরাত আমার কাছের মানুষ নন, বরং আমাদের মধ্যে কোনও ব্যক্তিগত সম্পর্ক নেই, তবুও এই ধরনের হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে।”
শ্রীলেখার এই সাহসী অবস্থান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নারীর প্রতি অসম্মানজনক আচরণ বন্ধে এবং সাইবার অপরাধের বিরুদ্ধে তার এমন কড়া অবস্থান অনেককেই অনুপ্রাণিত করছে।