চলচ্চিত্রের উন্নয়নে নতুন উদ্যোম: জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন

চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ জানানো হয়েছে যে, এই ২৩ সদস্যের কমিটি সরকারের কাছে চলচ্চিত্র বিষয়ে পরামর্শ প্রদান ও চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে কাজ করবে। কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন তথ্য উপদেষ্টা, এবং সদস্যসচিব হিসেবে থাকবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, এবং সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।

এছাড়া, এফবিসিসিআই, চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, প্রদর্শক সমিতির একজন করে সদস্য থাকবেন। কমিটিতে আরও স্থান পেয়েছেন অধ্যাপক আ আল মামুন, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান, তানিম নূর, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ, চলচ্চিত্র সংসদ কর্মী, সমালোচক ও নির্মাতা আহমেদ সালেকীন, এবং বঙ্গর চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান।

প্রজ্ঞাপন প্রকাশের পর নির্মাতা ও প্রযোজক তানিম নূর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “চলচ্চিত্রকে শিল্প হিসেবে কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেটা নিয়ে কাজ করতে চাই। কীভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলচ্চিত্রশিল্পকে যুক্ত করা যায়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে চেষ্টা থাকবে। এখানে ই-টিকেটিং নেই, বক্স অফিস নেই; এগুলো না থাকলে আর্থিক প্রতিষ্ঠানগুলো তো যুক্ত হবে না। সারা পৃথিবীতে সিনেমা এভাবেই হয়, আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সবার উচিত সেই লক্ষ্যে কাজ করা যেন এটা শিল্প হিসেবে দাঁড়ায়, জিডিপিতে অবদান রাখে।”