‘টাইটানিক’—একটি সিনেমা যা আজও দর্শকের মনে গেঁথে আছে। ২৭ বছর পেরিয়ে গেলেও লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটের সেই অনন্য প্রেমের গল্প যেন সময়কে থামিয়ে দিয়েছে। তবে এত সফল ও জনপ্রিয় সিনেমার শুটিংয়ের সময় কেট উইন্সলেট এই সিনেমা ছেড়ে যেতে চেয়েছিলেন! এমনই এক অজানা তথ্য পুরোনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কেট।
লস অ্যাঞ্জেলস টাইমসকে দেওয়া সেই সাক্ষাৎকারে কেট জানান, ‘টাইটানিক’-এর শুটিং চলাকালীন তিনি ভয়াবহ ঠাণ্ডায় আক্রান্ত হন। শুটিংয়ের দীর্ঘ সময় তাকে ঠাণ্ডা পানিতে ডুবে থাকতে হয়েছিল, যার ফলে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার মতো মারাত্মক অসুস্থতা তাকে গ্রাস করেছিল। এই পরিস্থিতি তার শারীরিক অবস্থাকে জীবন-মৃত্যুর মাঝামাঝি জায়গায় নিয়ে গিয়েছিল।
তিনি আরও জানান, শুটিং চলাকালে তাকে একটি ওয়েটস্যুট পরতে বলা হয়েছিল। তবে কেট সেটি পরতে অস্বীকৃতি জানান এবং শুটিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরিচালক জেমস ক্যামেরন তাকে থামান এবং সিনেমাটি শেষ করতে রাজি করান।
‘টাইটানিক’ সিনেমাটি যে কত বড় সফল ছিল তা বলার অপেক্ষা রাখে না। জেমস ক্যামেরনের পরিচালনায় এবং টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের প্রযোজনায় এই সিনেমা বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে প্রথম সিনেমা হিসেবে ইতিহাস গড়ে।