১৩ বছরের ভারতীয় কিশোর ভাঙলেন শান্তর বিশ্বরেকর্ড, গড়লেন নতুন ইতিহাস

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন কানপুরে দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে লড়ছেন, তখন চেন্নাইয়ের অন্য এক মাটিতে ভেঙে গেল তার গড়া বিশ্বরেকর্ড। ভারতের ১৩ বছর বয়সী কিশোর, বৈভব সুরিয়াবংশী, ইতিহাস গড়লেন মাত্র ৫৮ বলে সেঞ্চুরি করে। পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির এই নতুন বিশ্বরেকর্ড করে সাড়া ফেলেছেন তিনি। মাত্র ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি তুলে নিয়ে আগের রেকর্ডধারী শান্তকেও ছাড়িয়ে গেলেন বৈভব।

এর আগে, শান্ত ২০১৩ সালে মাত্র ১৪ বছর ২৪১ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেছিলেন। কিন্তু চেন্নাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে নামা বৈভব, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিলেন। শেষ পর্যন্ত ৬২ বলে ১০৪ রানে আউট হওয়া এই কিশোরের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কায়। আগের দিন তিনি ৪৭ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন, এবং পরদিন ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।

যদিও পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি এখন বৈভবের দখলে, তবুও আরেকটি রেকর্ড হাতছাড়া হয়েছে তার। ২০০৫ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মঈন আলী ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন, যা ভাঙার খুব কাছে গিয়েও তা করতে পারেননি বৈভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে দুই বল বেশি খেলতে হয়েছে।

চেন্নাইয়ের অনূর্ধ্ব-১৯ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ২৯৩ রান। এরপর ব্যাট করতে নেমে বিহান মালহোত্রার সঙ্গে ১৩৩ রানের পার্টনারশিপ গড়েন বৈভব।

মাত্র ১৩ বছর বয়সেই বৈভব ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছেন। চলতি বছরেই রঞ্জি ট্রফিতে মাত্র ১২ বছর বয়সে তার অভিষেক হয়। যদিও প্রথম চার ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন, তবে বিনোদ মানকাড ট্রফিতে তার পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে এসেছেন। অনূর্ধ্ব-১৯ দলের সুযোগ পেয়ে বিশ্বরেকর্ড করে তিনি হয়তো ইতোমধ্যেই ভারতের ক্রিকেটে নিজের অবস্থান নিশ্চিত করে ফেলেছেন।