বাংলাদেশের ছোট পুঁজিতে চাপের ম্যাচ: নিগার সুলতানার ২০০০ রানের মাইলফলক

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রানে সংগ্রহ পায়। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান করে দলের প্রতিনিধিত্ব করেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হয়েছিল বাংলাদেশের মেয়েদের জন্য একটি সাফল্যের সঙ্গে। স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়ে তারা ১০ বছর পর এই ফরম্যাটে প্রথম জয় তুলে নিয়েছিল। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে। আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতির দলের, কিন্তু এই ছোট পুঁজি ধরে রাখতে হলে বোলারদের জন্য দারুণ কিছু করতে হবে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে এদিন শুরুটা সাবধানী ছিল দুই ওপেনার সাথী রানি ও দিলারা আক্তারের। দলীয় ১৯ রানের মাথায় সুইপ শট খেলতে গিয়ে সাথী (৯) আউট হন। তার পা বাইরে থাকায় ক্যারিবীয় উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেন। এর পরেই দিলারা (১৯) আরেকটি আউটের শিকার হন কারিশমা রামহারাকের বলে।

এরপর অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারির মধ্যে একটি জুটি গড়ে ওঠে। ৪০ রানের এই জুটি ভাঙে সোবহানার (১৬) বিদায়ে। পরবর্তীতে ক্রমশ আউট হতে থাকেন তাজ নাহার (১), স্বর্ণ আক্তার (০), ও রিতু মনিরা (১০)। এই বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাজ, তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন, যদিও ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং ছিল চিত্তাকর্ষক।

অন্যদিকে, জ্যোতির ৩৯ রান ছাড়া দলের আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। তবে ম্যাচে এক অসাধারণ কীর্তি গড়েছেন জ্যোতি; তিনি প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।

ক্যারিবীয় দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কারিশমা রামহারাক, আর অ্যাফি ফ্লেচারও দুটি উইকেট নিয়েছেন। এবার টাইগ্রেসদের জন্য চ্যালেঞ্জ থাকবে এই পুঁজি রক্ষা করে ম্যাচটি জেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *