নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করার পর, বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামলেও বাংলাদেশের নারী দলের স্বপ্ন ভঙ্গ হলো। ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে রেখে, বাংলাদেশ থেমে যায় মাত্র ৯৭ রানে। ফলে ২১ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হলো নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটিকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সোবহানা মোস্তারির ব্যাটে ছিল সেরা পারফরম্যান্স। ৪৮ বলে ৪৪ রান করে তিনি আউট হন। অন্যদিকে, নিগার সুলতানা জ্যোতি করেন ১৫ রান। তবে বাকি ব্যাটাররা সবাই ব্যর্থ হন, কোনোভাবেই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত, বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থেমে যায়। ইংল্যান্ডের জন্য লিনসে স্মিথ এবং চার্লি ডিন ২টি করে উইকেট নেন, আর ন্যাট স্ক্রিভার ব্রান্ট ও সারাহ গ্লেন ১টি করে উইকেট দখল করেন।
ম্যাচের শুরুতে, টস জিতে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দুই ওপেনার ম্যাইয়া বুশিয়ের এবং ড্যানি ওয়াইয়াট হজ মিলে ৪৮ রানের একটি চমৎকার জুটি গড়েন। ড্যানি ওয়াইয়াট হজ ৪০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া অ্যামি জোন্স ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। বাংলাদেশ থেকে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মনি ২টি করে উইকেট নেন, আর রাবেয়া খান ১টি উইকেট নেন।
আজকের ম্যাচে বাংলাদেশের নারীদের হতাশা অবশ্য কম নয়; তারা সুযোগ পেয়ে ইংল্যান্ডকে হারাতে পারেনি। এখন দলের প্রত্যাশা, পরবর্তী ম্যাচগুলোতে তারা নিজেদের সেরাটা দিয়ে জয় নিশ্চিত করবে।