আগামীকালই ঘোষণা হবে বাফুফের নির্বাচনী তফসিল!

আগামীকাল বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় ক্রীড়াঙ্গন। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফে নির্বাচন, আর তার আগে মাত্র তিন সপ্তাহ বাকি। এই নির্বাচনের আয়োজনকে কেন্দ্র করে বাফুফে একটি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে।

আগামীকাল বিকেল চারটায় বাফুফে ভবনে নির্বাচন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। ফুটবলসহ দেশের পুরো ক্রীড়াঙ্গনের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তৎপরতা। নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানিয়েছেন, “আমরা আগামীকাল প্রথম সভায় বসবো। কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা হবে এবং যদি সম্ভব হয়, তফসিল ঘোষণাও হতে পারে।”

মেজবাহ উদ্দিনের নেতৃত্বে ২০০৮, ২০১২, ২০১৬ এবং ২০২০ সালের চারটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এছাড়া, বাফুফে সচিবালয়ে বিগত নির্বাচনের ফরম্যাটও সংরক্ষিত রয়েছে, তাই কমিশন আগামীকালই তফসিল ঘোষণা করতে পারে।

২০২০ সালের নির্বাচনে এক মাস আগে তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু এবার নির্বাচনের ২৩ দিন আগে কমিশন গঠন করা হয়েছে। গত নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্রের দাম ছিল ১ লাখ টাকা, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য পদে ২৫ হাজার টাকা। চার বছর পর এবার মনোনয়নপত্রের মূল্য কত হবে, সেটাও জানতে আগ্রহী সবাই।

এখন চোখ থাকবে নির্বাচন কমিশনের উপর, কারণ সবার মনে রয়েছে বাফুফে নির্বাচনের জন্য অপেক্ষা!