বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী নির্দেশে ১১টি গুম-খুনের ঘটনা ঘটেছে। তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে, এমন একজন ব্যক্তি কীভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পেলেন।
১০ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে গুম-খুন হাওয়া শহীদ পরিবারের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আমার ঘনিষ্ঠজন। তিনি থাকার সময় একজন খুনি কীভাবে জামিন পায়? তাহলে এই সরকার কাকে প্রটেকশন দিচ্ছে?”
রিজভী আরও উল্লেখ করেন যে, খিলগাঁও এলাকায় সাবের হোসেন চৌধুরীর জুলুম, নিপীড়ন ও নির্যাতনে অনেক মানুষ হাত-পা হারিয়েছে এবং জনির মতো তরুণ এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে ১৬টি গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এই এলাকায় সাবের হোসেনের নির্দেশে ১১ জন গুম ও খুনের শিকার হয়েছে।
তিনি বলেন, “যার সন্তান খুন হয়েছে, সেই বাবার চোখের পানি মোছার টিস্যু এখনো তৈরি হয়নি। ছাত্র আন্দোলনে এই এলাকায় পাঁচজন শহীদ হয়েছে। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, আর তার সহযোগী সাবের হোসেন চৌধুরী।”
সাবের হোসেন চৌধুরী বিনা ভোটে বছরের পর বছর এমপি থেকে যাওয়ার অভিযোগ তুলেন রিজভী। তিনি বলেন, “যদি সে জামিনে মুক্তি পায়, তাহলে যারা অর্থ কেলেঙ্কারিতে জড়িত, যারা ক্রসফায়ার করেছে, তারা তো কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে।”
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনূস মৃধা, সাবেক কাউন্সিলর লিটন, এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির উপস্থিত ছিলেন।