সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুল ইসলামের ছেলে জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া মামলার তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য আবেদন করলেও তা নাকচ করেন আদালত। মামলাটি ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। সেদিন বিকেলে আশুলিয়া বাইপাইল এলাকায় ২-৩ হাজার ছাত্র আন্দোলনে অংশ নেয়, যেখানে হঠাৎ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পালানোর সময় আশরাফুল ইসলাম আক্রমণের শিকার হয়ে নিহত হন।

ঘটনার প্রায় দেড় মাস পর, ২২ সেপ্টেম্বর নিহত আশরাফুল ইসলামের ভাই নাসির উদ্দিন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় জ্যোতি ২ নম্বর আসামি হিসেবে উল্লেখিত।