শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল পরিদর্শন করেছে। আজ বুধবার বিকেল ৫টায় কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
ড. কামাল উদ্দিন আহমেদ এ সময় বলেন, বাংলাদেশের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছে। তিনি বলেন, “পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা আমাদের ঐতিহ্য, যা সংবিধানে সুরক্ষিত রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।” শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য কমিশন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা পূজামণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা এবং সচিব সেবাষ্টিন রেমা।