ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুম শুরু হতে আরও দেড় মাস দেরি। আগামী ১১ অক্টোবর বসুন্ধরা কিংস ও মোহাডোনের মধ্যে চ্যালেঞ্জ কাপ ম্যাচ দিয়ে মৌসুম শুরুর পরিকল্পনা ছিল। দুই দলই সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আজ (বুধবার) পেশাদার লিগ কমিটির এক জরুরি অনলাইন সভায় মৌসুম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার লিগ কমিটির সভা হওয়ার কথা থাকলেও, প্রবল বৃষ্টির কারণে তা বাতিল হয়। আজকের জরুরি সভায় ভেন্যু সংকট ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে। বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে, এবং নির্বাচনের পর নতুন কমিটি গঠিত হবে। ফলে ঘরোয়া মৌসুম শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত মূলত নতুন কমিটির হাতেই থাকবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দশটি দলের খেলা আয়োজনের জন্য কমপক্ষে পাঁচটি ভেন্যু প্রয়োজন। কিন্তু বাফুফের হাতে এখনও আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র বসুন্ধরা কিংস অ্যারেনা এবং ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়াম রয়েছে। কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর এবং মানিকগঞ্জের স্টেডিয়ামগুলো এখনও বাফুফের হাতে আসেনি। ভেন্যুর অভাবেই মৌসুম পিছিয়ে দেওয়ার কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি বলেন, ‘যেসব ভেন্যু আমরা মনোনীত করেছিলাম, সেগুলো এখনও প্রস্তুত হয়নি। তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে মৌসুম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
৫ আগস্ট থেকে দেশের ক্রীড়াঙ্গনে নানা প্রতিকূলতা দেখা দেয়, যার প্রভাবে ক্লাবগুলো মৌসুম কিছুটা দেরিতে শুরুর দাবি জানায়। প্রথমে ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর মৌসুম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় চ্যালেঞ্জ কাপ, ১৫ অক্টোবর ফেডারেশন কাপ এবং ১৮ অক্টোবর লিগ শুরুর পরিকল্পনা ছিল। ক্লাবগুলো সেই অনুযায়ী অনুশীলনও শুরু করে। তবে নতুন সিদ্ধান্তের ফলে খেলা পিছিয়ে যাওয়ায় ক্লাবগুলোর ব্যয় বাড়বে।