সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শনিবার ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরাইলের জন্য একটি “শিক্ষা” হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, এই মন্তব্যটি আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দামেস্ক সফরের প্রেক্ষাপটে।
আসাদ বলেন, ইসরাইল ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে হত্যার কয়েকদিন পর ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলাটি একটি জোরালো প্রতিক্রিয়া এবং ইসরাইলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ইরান ও সিরিয়া দীর্ঘদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমর্থনে রয়েছে, এবং এই হামলাকে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।
ইরানের এই সামরিক প্রতিক্রিয়া ইসরাইলের জন্য এক প্রকার সতর্কতা, যা ভবিষ্যতে তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ডের বিষয়ে পুনর্বিবেচনার জন্য প্রভাব ফেলতে পারে।