সাবেক মন্ত্রী রুহুল হক ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত: নতুন নির্দেশনা বিএফআইইউর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আ ফ ম রুহুল হক, তাঁর স্ত্রী এবং দুই সন্তানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাংক হিসাব স্থগিতের এই নির্দেশনা পাঠায়।

বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে, রুহুল হক ও তাঁর পরিবারের সদস্য এবং তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সকল ব্যাংক হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখতে হবে। এছাড়া, তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আ ফ ম রুহুল হক, তাঁর স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউল হক এবং মেয়ে মেহজাবিন হকের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

ব্যাংক হিসাব স্থগিতের পাশাপাশি, রুহুল হক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব–সংশ্লিষ্ট তথ্য ও দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক সাতক্ষীরা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং তিনি একসময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতির দায়িত্বও পালন করেছেন।