ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে খামেনির ঘোষণা: ‘বিজয় সন্নিকটে’

ইসরায়েলের দিকে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টুইট বার্তায় দাবি করেছেন যে, বিজয় তাদের হাতের নাগালেই। টুইট বার্তায় খামেনি একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ করেন, তবে পরে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছিল।

খামেনি টুইটে লিখেন, “বিজয় আসে আল্লাহর কাছ থেকে, এবং তা খুবই সন্নিকটে।” এরপর তিনি হিব্রু ভাষায় আরও একটি বার্তায় বলেন, “ইসরায়েলের শাসনব্যবস্থার দুর্বল ও ক্ষয়িষ্ণু শরীরে আমাদের আঘাতগুলো আরও শক্তিশালী ও বেদনাদায়ক হয়ে উঠবে।”

এর আগে, ইরান থেকে ইসরায়েলের তেলআবিব, হাইফা ও জেরুসালেমসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এই হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর, লেবাননে স্থল আক্রমণ চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, তেলআবিবের নিকটস্থ তিনটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু বানানো হয়।