সরকার নির্বাচন নিয়ে রহস্য তৈরি করছে: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন যে, সরকার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ নিয়ে বিভিন্ন মন্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন দলটির ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল।

ববি হাজ্জাজ বলেন, “বিপ্লব ও সংস্কারের মূলমন্ত্র হলো জনগণের ইচ্ছার প্রতিফলন। এজন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে সরকার নির্বাচনের বিষয়ে যে রহস্য তৈরি করছে, তা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও জানান, “সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলো এখনো কার্যকরভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা আজই হওয়ার কথা ছিল। সরকারের সাম্প্রতিক মন্তব্যে দেখা যাচ্ছে, তারা প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে চায়, যা আমরা আগেই দাবি করেছিলাম। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ায় আমরা সন্তুষ্ট। আমরা সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না।”

এছাড়া ববি হাজ্জাজ বাংলাদেশ জামায়াত ইসলামিসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব না রাখতে আহ্বান জানান এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন।