লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় সম্মান জানানোর আহ্বান সৌদি আরবের

লেবাননে চলমান সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে। “ফরচুন ট্রিবিউন” সূত্রে জানা গেছে, সৌদি আরব লেবাননের বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সমাধানের ওপর জোর দিচ্ছে।

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় দেশজুড়ে শতাধিক মানুষ নিহত হওয়ার পর সৌদি আরব লেবাননের সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার কথা পুনরায় উল্লেখ করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং এই অঞ্চলের মানুষকে যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত রাখা।

ইসরাইল বেশ কিছুদিন ধরে লেবাননের বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত শুক্রবারের হামলায় ইরান-সমর্থিত হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ এবং সংগঠনটির অন্যান্য সিনিয়র নেতারা নিহত হয়েছেন। এর মধ্যে, আন্তর্জাতিক মহল থেকে ইসরাইলকে হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি থেকে বিরত রাখার আহ্বান ক্রমশ জোরালো হচ্ছে, কারণ এতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে।