ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া, কয়েকটি পরিবারকে দেওয়া হয়েছে টিন ও আর্থিক সহায়তা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের পাশে অবস্থিত কুলসুম বেগমের বাড়িতে উপস্থিত হয়ে তার সমস্যার কথা শোনেন সেনা কর্মকর্তারা। এ সময় কুলসুম বেগমের পরিবারকে টিন এবং নগদ টাকা দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ মাঠে প্রায় ২০০ জন কৃষকের মাঝে রবিশস্যের বীজ এবং নয়টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদসহ অন্যান্য সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর এমন উদ্যোগে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।