অস্কারজয়ী প্রখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ, যিনি হ্যারি পটার সিরিজে ‘প্রফেসর ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিলেন, আর আমাদের মাঝে নেই। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ‘বিবিসি’ সূত্রে এ খবর জানানো হয়েছে।
ম্যাগি স্মিথের দুই ছেলে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। শেষমেশ শুক্রবার সকালে তিনি অনন্তযাত্রায় পাড়ি জমান, রেখে যান অগণিত ভক্ত ও অনুরাগীকে শোকের সাগরে।
হ্যারি পটার সিরিজের তারকাদের একের পর এক চিরপ্রস্থান যেন দুঃখের আবহ তৈরি করেছে। গত বছর (২৮ সেপ্টেম্বর) প্রয়াত হন হগওয়ার্টসের প্রধান অধ্যক্ষ ‘ডাম্বলডোর’ চরিত্রে অভিনয় করা মাইকেল গ্যাম্বন। তারও আগে, ২০২২ সালের অক্টোবরে হ্যারি পটারের আরেক প্রিয় শিক্ষক ‘হ্যাগরিড’ চরিত্রের অভিনেতা রবি কোলট্রেনও পৃথিবী ছেড়ে চলে যান। পরপর তিন বছরের মধ্যে হ্যারি পটারের তিন প্রিয় শিক্ষক হারিয়ে ভক্তদের মনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।
ম্যাগি স্মিথের অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডি’ সিনেমার মাধ্যমে, যেখানে তার দুর্দান্ত অভিনয় তাকে অস্কার এনে দেয় সেরা অভিনেত্রী হিসেবে। ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর অস্কারও জিতেছিলেন তিনি। তবে হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’ চরিত্রের মধ্য দিয়েই তিনি নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।
তার মৃত্যুতে ভক্তদের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।