সত্যিকারের সংস্কারের জন্য ভয় নয়, সাহস চাই: আশফাক নিপুনের সাহসী বার্তা

সামাজিক ইস্যুতে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করে তোলেন নির্মাতা আশফাক নিপুন। তার নির্মাণকর্মের মতোই, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামতও প্রকাশ করে থাকেন। এবার তিনি সংস্কার ইস্যুতে কথা বলেছেন, যেখানে সাহসের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।

আজ রোববার, নিজের ফেসবুক পোস্টে আশফাক নিপুন লিখেছেন, “যদি সত্যিকারের সংস্কার করতে চান, তাহলে নিজের শক্তিতে তা করুন, কারও হুমকির ভয়ে নয়। দেশ আপনাদের সেই দায়িত্ব দিয়েছে, আপনাদের ওপর ভরসা রেখেছে। আমি তো ভয় দেখাব, আমাকে ভয় পেলে আপনার চলবে?”

আশফাক নিপুনের এই পোস্ট তার সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। দেশের নানা অসংগতি ও অনিয়ম নিয়ে তিনি সবসময়ই সরব থেকেছেন। ছাত্র-জনতার আন্দোলনের সময়ও তিনি তাদের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছিলেন। গত ৫ আগস্টের ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের দাবি জোরালো হয়েছে। সেই প্রসঙ্গেই এবার এই নির্মাতা নিজের মতামত প্রকাশ করলেন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করে এর নতুন নামকরণ করা হয়েছে “বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড”। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ডের নাম ঘোষণা করা হয়েছে। এই পরিবর্তনগুলোতেও আশফাক নিপুনের মতো সামাজিকভাবে সচেতন মানুষদের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।