রিয়া সেনের ক্যামেরায় শাড়ি-টিপে নতুন রূপে রাইমা সেন, ভক্তদের প্রশংসার ঝড়

এক সময়ের ‘হার্টথ্রব’ অভিনেত্রী রাইমা সেনকে এখন আর বড় পর্দায় তেমন দেখা যায় না, তবে সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয় রয়েছেন। টালিগঞ্জের এই জনপ্রিয় তারকা নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। সম্প্রতি ছোট বোন ও অভিনেত্রী রিয়া সেনের ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে রাইমাকে।

রাইমা ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে শাড়ি আর টিপ পরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে। এই ছবিগুলো ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে, আর পাঁচ শতাধিক মন্তব্যে ভক্তরা তাঁর লুক ও সাজপোশাকের প্রশংসায় মেতে উঠেছেন।

‘হাওয়া বদল’, ‘বাস্তশাপ’, এবং ‘বাইশে শ্রাবণ’-এর মতো সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ভ্যাকসিন ওয়ার’ সিনেমায়, যেখানে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে।