রতন টাটার প্রয়াণে শোকাহত সিমি গারেওয়াল: ‘তোমার অনুপস্থিতি সহ্য করা কঠিন’

গতকাল মধ্যরাতে প্রয়াত হলেন ভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও আলোচনায় ছিল বহুবার। জীবনে চারবার প্রেমে পড়লেও রতন টাটা কখনো বিয়ে করেননি, আজীবন অবিবাহিতই থেকে গেছেন। তাঁর জীবনের সঙ্গী ছিল পোষ্য প্রাণীরা। একসময় শোনা যায়, বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে তাঁর প্রণয় সম্পর্ক ছিল, যা পরবর্তীতে বন্ধুত্বে রূপান্তরিত হয়েছিল।

বহু বছর ধরে তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট ছিল, আর রতন টাটার এই চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না সিমি। তাঁদের সম্পর্কের দীর্ঘ ইতিহাসের কথা আগে থেকেই স্বীকার করেছিলেন সিমি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “ওরা বলছে তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য করা খুব কঠিন…বড্ড কঠিন…বিদায় বন্ধু।”

রতন টাটার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে সিমি বলেন, “ও ছিলেন একজন দারুণ মজার মানুষ এবং নিপাট ভদ্রলোক। অর্থ কখনোই তাঁর জীবনের মূল চালিকা শক্তি ছিল না।”

সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রতন টাটা। সেখানে সিমি তাঁকে জিজ্ঞেস করেন, কেন তিনি বিয়ে করেননি? উত্তরে রতন টাটা বলেন, “সেই সময় খুবই ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। বিয়ের কথা ভাবলেও তা আর সম্ভব হয়ে ওঠেনি।”

রতন টাটার এভাবে চলে যাওয়া শুধু সিমি নয়, গোটা ভারতবর্ষের জন্যই এক অপূরণীয় ক্ষতি।