সাত দশকেরও বেশি সময় ধরে ‘সেন্সর বোর্ড’ নামে পরিচিত থাকা চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা অবশেষে তাদের নাম বদলে ‘সার্টিফিকেশন বোর্ড’ হিসেবে যাত্রা শুরু করছে। আজ সোমবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই বোর্ড সিনেমা দেখতে বসছে, যেখানে প্রদর্শিত হবে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ নামে দুটি চলচ্চিত্র।
বোর্ডের অন্যতম সদস্য, নির্মাতা খিজির হায়াত খান, জানান যে আজ আনুষ্ঠানিকভাবে বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে। তিনি বলেন, ‘আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি, তা বেশ চ্যালেঞ্জিং। চলচ্চিত্রবান্ধব নিয়ম-কানুন প্রতিষ্ঠা করতে কিছুটা সময় লাগবে। তবে আমরা চেষ্টা করছি যেন চলচ্চিত্রগুলো নিয়মিতভাবে মুক্তি পেতে পারে এবং দর্শকের সামনে আসতে পারে।’
চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে দীর্ঘদিনের ‘সেন্সর বোর্ড’ শব্দটি বাদ দিয়ে নতুন ধারায় সিনেমার নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার সূচনা হয়।
১৯১৮ সালে ব্রিটিশদের তৈরি সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ সালে ‘ইস্ট বেঙ্গল বোর্ড অব ফিল্ম সেন্সর’ নামে পরিবর্তিত হয়। যদিও সময়ের সঙ্গে রাজনীতি ও মানচিত্রে পরিবর্তন এসেছে, তবু গত ৭২ বছরে সিনেমার শাসনব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো বদল আসেনি। তবে ২০২৪ সালে এসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সেই পুরোনো পদক্ষেপটির বাস্তবায়ন ঘটে, এবং ‘সেন্সর’ শব্দটি সরিয়ে ফেলা হয়।