দুর্গাপূজায় আলিয়া অনুপস্থিত, রণবীরের সঙ্গী হলেন রানি! ভক্তদের কৌতূহলের শীর্ষে প্রশ্ন

প্রতিবারের মতো এবারও বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। আগের বছরগুলোতে তাঁর সঙ্গে আলিয়া ভাটের উপস্থিতি থাকলেও এবার আলিয়াকে দেখা যায়নি। ভক্তদের জন্য চমক ছিল, রণবীরের সঙ্গে আলিয়া বা তাঁদের কন্যা রাহার বদলে দেখা গেল রানিকে। মুখার্জি বাড়ির ঐতিহ্যবাহী পূজায় রণবীরকে দেখা গেল রানি মুখার্জির সঙ্গে আড্ডায় মেতে উঠতে।

রানি মুখার্জি, যিনি অয়ন মুখার্জির কাজিন, এবং রণবীরের মধ্যে সুসম্পর্ক বরাবরই নজর কেড়েছে। সপ্তমীর সন্ধ্যায় তাঁদের দুজনকে পূজা মণ্ডপে একসঙ্গে বসে হাসি-আড্ডায় মেতে থাকতে দেখেছেন অনেকে। রানি পরেছিলেন হলুদ সিল্কের শাড়ি, শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর, আর খোপায় জুঁইফুলের মালা—সবকিছুতেই ফুটে উঠেছে বাঙালিয়ানা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল ধূসর পাঞ্জাবি আর সাদা পাজামা। তাঁর কপালে ছিল পূজার সিঁদুরের টিপ।

এই অনবদ্য দৃশ্য পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হয়েছে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে, ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—কন্যা রাহার দ্বিতীয় পূজায় তাঁকে এবারও আড়ালে রাখলেন রণবীর-আলিয়া? রণবীরের হাতে পূজার প্রসাদের ফল—আপেল ও কলা দেখে অনেকেই ধারণা করছেন, রণবীর কি মেয়ের জন্যই প্রসাদ নিয়ে গেলেন?

এবারের পূজায় রণবীর-আলিয়ার পরিবারকে একসঙ্গে দেখা যাবে কি না, সেই কৌতূহল এখন ভক্তদের মাঝে তুঙ্গে।