তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আবারও আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি নতুন সিনেমা “দরদ”-এর টিজার প্রকাশের পর এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। এর মধ্যেই “বরবাদ” নামে আরেকটি সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। এসব কাজের পাশাপাশি তৃতীয় বিয়ে নিয়ে নানা গুঞ্জন উঠেছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন।

সাক্ষাৎকারে বারবার সম্পর্ক ভাঙার যন্ত্রণা সম্পর্কে জানতে চাইলে শাকিব খান বলেন, “ভাঙন তো আঘাত দিয়েছেই। কোনো ভাঙনই সুখের নয়, তবে যা হওয়ার ছিল, সেটুকুই হয়েছে। ‘লাইফ ইজ আ জার্নি’—এই যাত্রায় অনেকের সঙ্গে পরিচয় হয়। আমার জীবনে অপু এবং বুবলী এখন অতীত। এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যা হয়েছে, হয়তো ভালোর জন্যই হয়েছে।”

তৃতীয় বিয়ে নিয়ে জল্পনা প্রসঙ্গে শাকিব খান বলেন, “মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজের মধ্যেই থাকতে হয়। কোনো তাড়াহুড়ো নেই, যদি তেমন কিছু হয়, তা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে। আমার মা-বাবার বয়স হয়েছে, তাঁরা আমাকে সংসারী দেখতে চান। তবে সেটা সময়ই বলে দেবে।”

শাকিব খান তাঁর সিনেমাগুলোর কাজ নিয়ে খুবই উচ্ছ্বসিত। “দরদ”-এ তাঁর নায়িকা বলিউডের সোনাল চৌহান। সোনালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “সোনাল খুবই সহযোগিতা করেছেন এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তাঁর কাজ দর্শকদের ভালো লাগবে, এমন বিশ্বাস আমার আছে।”

এছাড়া শাকিব খান তাঁর ব্যবসাসফল সিনেমা “তুফান”-এর সিকুয়েল প্রসঙ্গে বলেন, “২০২৫ সালে ‘তুফান ২’ মুক্তি পাচ্ছে না, তবে একই প্রযোজনা সংস্থার সঙ্গে অন্য একটি সিনেমার কাজ চলছে, যা হয়তো শিগগিরই আসবে।”

ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রেক্ষাপটে শাকিব খান স্পষ্টভাবে জানালেন, পরিবার এবং দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি, এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন।