ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার কারণ জানালেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান তাঁর নতুন সিনেমা “দরদ” মুক্তির ঘোষণা দিয়েছেন, যা আসন্ন সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত প্রত্যাশিত। এর মধ্যেই চলতি মাসে “বরবাদ” নামের আরেকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত হচ্ছেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রসঙ্গে কথা বলেছেন, যেখানে তিনি ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন।

সাক্ষাৎকারে শাকিব খানকে জিজ্ঞাসা করা হয়, বড় তারকা হওয়ার বিড়ম্বনা নিয়ে তাঁর অভিজ্ঞতা কী। জবাবে তিনি বলেন, “অনেক সময় ভিত্তিহীন খবর ছড়ানো হয়। এমন অনেক কিছু লেখা হয়, যার কোনো সত্যতা নেই। এগুলো প্রায়শই বিরক্তিকর হয়ে ওঠে। তবে মানুষের ভালোবাসা সবসময় আমার শক্তি। মানুষের ভালোবাসার কারণেই আজ আমি এখানে।”

ছাত্র-জনতার সাম্প্রতিক অভ্যুত্থানের সময় দেশের বাইরে থাকার কারণ নিয়ে শাকিব খান বলেন, “দুবাই সরকার আমাকে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সি দেওয়ার আমন্ত্রণ জানায়, যা আগে থেকেই পরিকল্পনা করা ছিল। এরপর দুবাই থেকে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করি। দুবাইতে থাকাকালীন দেশের অবস্থার কথা জানতে পারি। তখনই সামাজিক মাধ্যমে দেশের মানুষকে সমর্থন দিয়ে পোস্ট করি। আমি অরাজনৈতিক মানুষ, তবে সবসময় দেশ ও মানুষের পক্ষে থাকি এবং কাজ করে যাই।”

শাকিব খান দেশের চলমান সংকটের ফলে চলচ্চিত্রশিল্পে পড়া প্রভাব নিয়ে বলেন, “যেকোনো সংকটের পর সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে। তবে আমি আশাবাদী, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আবার আগের মতোই ফিরে আসবে এবং আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।”

তিনি জানান, চলতি মাসেই মুম্বাইতে তাঁর নতুন সিনেমা “বরবাদ”-এর শুটিং শুরু হবে, যা দর্শকদের জন্য আরেকটি নতুন চমক হতে যাচ্ছে।