ছয় বছরের প্রেম পরিণয়ে: চিত্রনায়িকা শিরিন শিলার আজকের বিয়ে

ছয় বছরের দীর্ঘ প্রেমের পর আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে নিজেই জানিয়েছেন শিলা। শিলার হবু বরের নাম আবিদুল মহায়মীন সাজিল।

২০১৮ সালের ১০ অক্টোবরের দিনটিই ছিল শিরিন শিলা এবং সাজিলের প্রথম পরিচয়ের দিন। আর এই বিশেষ দিনেই তাঁরা নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। শিলা বলেন, “১০ অক্টোবর আমাদের জীবনে বিশেষ একটি দিন। ছয় বছর আগে এই দিনে আমাদের পরিচয় হয়, তাই ছয় বছর পূর্তিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ঘনিষ্ঠজনদের নিয়ে আজ আমাদের বিয়ে হবে। আগামী বছর কোনো এক সময় বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে।”

এদিকে, শিরিন শিলা অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিম্মি’ সম্প্রতি মুক্তি পেয়েছে, যেখানে তিনি ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটিতে শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, এবং মিলি বাশারের মতো গুণী শিল্পীরাও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।