বেসিক ব্যাংক, বিকেবি ও জীবন বীমার চেয়ারম্যানদের অপসারণ: নতুন নিয়োগের ঘোষণা

সরকার রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যানদের অপসারণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বুধবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক আবুল হাসেম ও মো. নাসিরুজ্জামানকে অপসারণ করে।

অধ্যাপক আবুল হাসেম ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে প্রথম নিয়োগ পান এবং ২০২৩ সালের ১৫ নভেম্বর পুনর্নিয়োগ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে ২০১৬ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন।

অন্যদিকে, সাবেক সচিব মো. নাসিরুজ্জামান ২০২০ সালের ১৫ ডিসেম্বর বিকেবির চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ পান এবং চলতি বছরের ৪ জানুয়ারি পুনর্নিয়োগ পান।

একই সাথে, জীবন বীমা করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মো. আসাদুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসনসচিব মো. মোখলেস উর রহমানকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আসাদুল ইসলাম একই পদে দুবার নিয়োগপ্রাপ্ত ছিলেন।

সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আশা করছিল যে, আগের সরকারের সময়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংস্থায় একাধিকবার নিয়োগ পাওয়া চেয়ারম্যানরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। কিন্তু এই তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানরা পদত্যাগে অস্বীকৃতি জানান এবং কার্যক্রমে অংশগ্রহণ না করায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে তাঁদের প্রত্যাহার করে নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জীবন বীমা একটি বিশেষায়িত খাত হলেও, সরকারের পক্ষ থেকে এর চেয়ারম্যান পদে প্রশাসন ক্যাডারের সাবেক সচিবদের নিয়োগ দিয়ে আসা হয়েছে। তবে এবার নিয়মিত সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে, যা একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসতে হয়, এবং মোখলেস উর রহমানের নিয়োগের ক্ষেত্রেও তা অনুসরণ করা হয়েছে।