দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের টাস্কফোর্স সক্রিয়, শিগগিরই স্থিতিশীলতা আসবে: অপূর্ব জাহাঙ্গীর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনমনে উদ্বেগ দেখা দিলেও, সরকার বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তর যৌথভাবে দুইটি টাস্কফোর্স গঠন করেছে, যারা সার্বক্ষণিক বাজার পরিস্থিতি মনিটরিং করছে।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, “দ্রব্যমূল্য নিয়ে অনেকেই চিন্তিত, তবে আমরা আশা করছি, খুব শিগগিরই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”