রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ভেনেজুয়েলার বিপক্ষে সম্ভাব্য একাদশ

বেশ ঝক্কি-ঝামেলার পর অবশেষে ভেনেজুয়েলায় পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে চোটের সমস্যায় বিপর্যস্ত, অপরদিকে হারিকেন মিল্টনে আটকে পড়ার পর ম্যাচের আগমুহূর্তে ভেন্যুতে পৌঁছেছে তারা। আজ (বৃহস্পতিবার) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলবিসেলেস্তে বাহিনী মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এই ম্যাচ দিয়ে কোপা আমেরিকার পর প্রথমবারের মতো আর্জেন্টিনার একাদশে ফিরছেন লিওনেল মেসি।

মাতুরিন মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় আর্জেন্টিনা-ভেনেজুয়েলা লড়াইয়ে নামবে। ম্যাচের আগে আর্জেন্টিনা বেশ চোটের ধাক্কা খেয়েছে। ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস, পাউলো দিবালা, মার্কাস আকুনা ও আলেজান্দ্রো গার্নাচো চোটের কারণে আসন্ন দুই ম্যাচ থেকে বাদ পড়েছেন। এছাড়া অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারেরও চোটের সমস্যা রয়েছে।

ভ্যালেন্টিন কার্বোনি সম্প্রতি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিষেধাজ্ঞার কারণে এই দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করার কারণে ফিফা তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে। ফলে একাদশ গঠনে কিছুটা চ্যালেঞ্জে পড়বেন কোচ লিওনেল স্কালোনি।

মার্টিনেজের অনুপস্থিতিতে গোলবার সামলাতে দেখা যেতে পারে জেরোনিমো রুলিকে। ডিফেন্স সামলানোর জন্য নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/জার্মান পাজেয়া ও নিকোলাস তালিয়াফিকোকে মাঠে দেখা যাবে।

মিডফিল্ডে রদ্রিগো ডি পলের জায়গা নিশ্চিত। ম্যাক-অ্যালিস্টারের অনুপস্থিতির কারণে রিয়াল বেটিসের জিওভানি লো সেলসো জাতীয় দলে খেলতে পারেন। তার সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ। ৪-৪-২ ফরমেশনে স্কালোনি দলের সাজাতে পারেন ডি পলের সঙ্গে লিয়েন্দ্রো পারেদেস এবং থিয়েগো আলমাদাকেও।

চোট কাটিয়ে দলে ফেরা নিয়মিত অধিনায়ক মেসির একাদশে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তার সঙ্গে সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলবেন হুলিয়ান আলভারেজ। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা বর্তমানে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর ভেনেজুয়েলার অবস্থান ষষ্ঠ, তাদের পয়েন্ট ১০।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

  • গোলকিপার: জেরোনিমো রুলি
  • ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/জার্মান পাজেয়া, নিকোলাস তালিয়াফিকো
  • মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পারেদেস/থিয়েগো আলমাদা, জিওভান্নি লো সেলসো
  • ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ