অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিডনি টেস্টের দ্বিতীয় দিন যেন নাটকীয়তায় ভরপুর ছিল। পুরো দিনে ৩১৪ রান তোলা হয়েছে, আর এর মাঝে পতন ঘটেছে ১৫টি উইকেটের! দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত ১৪৫ রানের লিড নিয়ে এগিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ এখনো দুই দলের হাতেই। স্কট বোলান্ডের বিধ্বংসী বোলিংয়ের ফলে ভারতের শেষ স্বীকৃত ব্যাটিং জুটি ক্রিজে রয়েছে। এদিকে জাসপ্রিত বুমরাহর চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের শিবিরে।
দ্বিতীয় ইনিংসে ভারত শুরুটা দারুণ করলেও স্কট বোলান্ড অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন। প্রথম ইনিংসে ৪ রানের ক্ষীণ লিড নেওয়ার পর অস্ট্রেলিয়ার বোলাররা দ্বিতীয় ইনিংসেও সমান আগ্রাসী ছিলেন। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল বোলান্ডের পরপর দুটি দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান। বিরাট কোহলিও বোলান্ডের তৃতীয় শিকার হন, স্লিপে ক্যাচ দিয়ে।
ভারতের পক্ষে প্রতিরোধের সূচনা করেন ঋষভ পান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি মাত্র ২৯ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন, যা ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। পান্তের ইনিংসে ফ্লিক, কাট, পুল, ও সুইপ শট ছিল নজরকাড়া। ৬১ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটকিপারের হাতে ধরা পড়ার আগে তিনি দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান।
এর আগে দিনের শুরুতে ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেন। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে দ্রুত ভেঙে দেন। বুমরাহ প্রথম ওভারেই মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন, আর সিরাজ একের পর এক আঘাত হানেন। তবে অস্ট্রেলিয়ার পক্ষে বো ওয়েবস্টার একাই লড়াই চালিয়ে যান। স্মার্ট শটে ৫৭ রান করেন তিনি, যা তাদের ইনিংসকে ১৮১ রানে নিয়ে যেতে সাহায্য করে।
দিনশেষে, ভারতের লিড ১৪৫ রানে পৌঁছালেও স্কট বোলান্ডের বিধ্বংসী বোলিংয়ের মুখে ভারত আবারও চাপের মুখে। তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের লড়াই এবং বুমরাহর চোটের বিষয়টি ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৮৫ ও ১৪১/৬ (পান্ত ৬১; স্কট বোলান্ড ৪/৪২)
অস্ট্রেলিয়া: ১৮১ (বো ওয়েবস্টার ৫৭, স্টিভ স্মিথ ৩৩; প্রসিদ্ধ কৃষ্ণ ৩/৪২)
লিড: ভারত ১৪৫ রান