এশিয়ান যুব আর্চারির ফাইনালে বাংলাদেশের আলিফ: স্বপ্নের পথে আরও একধাপ

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে গৌরবান্বিত করছেন তরুণ আর্চার আবদুর রহমান আলিফ। অনূর্ধ্ব-২১ বিভাগের রিকার্ভ এককে সেমিফাইনালে ইরানের এএসএল মোহাম্মদ হোসেনকে পরাজিত করে তিনি জায়গা করে নিয়েছেন ফাইনালে।

চায়নিজ তাইপেতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আলিফ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশের লুই তাই ইয়েনকে ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান। এখন ফাইনালে তাঁর প্রতিপক্ষ আবারও চায়নিজ তাইপের আর্চার, এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

অন্যদিকে, প্যারিস অলিম্পিকে খেলে আসা সাগর ইসলাম অনূর্ধ্ব-২১ বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন চায়নিজ তাইপের হুয়াং লি চ্যাংয়ের কাছে।

২৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১২ জন আর্চার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬ জন আছেন অনূর্ধ্ব-২১ বিভাগে এবং বাকি ৬ জন অনূর্ধ্ব-১৮ বিভাগে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৫ জন নারী আর্চার রয়েছেন, যাঁরা বিকেএসপি এবং বিমানবাহিনীর অধীনে প্রশিক্ষিত।

বাংলাদেশ দলের এই অংশগ্রহণ সম্ভব হয়েছে সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং বিকেএসপির আংশিক আর্থিক সহায়তায়।