শ্রমিকদের সড়ক অবরোধে তিন সড়কে ২৬ কিমি যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের ফলে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাদের দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধে নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর এবং ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে ২৬ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়, যা যাত্রী ও পরিবহন চালকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী জানিয়েছেন, নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পাশাপাশি, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে সাভারের সিঅ্যান্ডবি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এবং বাইশমাইল থেকে নবীনগর পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার সড়কজুড়ে যানবাহন থমকে আছে। বাইপাইল থেকে জামগড়া ও জিরাবো এলাকাতেও প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

ঠিকানা বাসের চালক রবিউল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও নবীনগরে এসে আটকা পড়েন। দুপুর ১টা পর্যন্ত তিনি একই জায়গায় বসে ছিলেন। অন্যদিকে পাটুরিয়াগামী সেলফি বাসের যাত্রী ইমরান বলেন, গাবতলী থেকে বাস ছেড়ে এলেও নবীনগরে এসে যানজটে পড়ে যান এবং এক ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে আটকা রয়েছেন।

সাভার হাইওয়ে পুলিশের ইনচার্জ জানান, শ্রমিকদের দীর্ঘ সময় ধরে চলা এই সড়ক অবরোধের কারণে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে নিরলস কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বার্ডস গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে আশুলিয়া ও তার আশপাশের সড়কগুলোতে স্থবিরতা নেমে এসেছে, যা পুরো এলাকার পরিবহন ব্যবস্থা অচল করে দিয়েছে।