ইসরায়েল প্রতিশোধের আগুনে জ্বলছে, এবং যেকোনো মুহূর্তে ইরানের ওপর হামলা চালাতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। তবে ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, যদি ইসরায়েল এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান দ্বিতীয়বার আরও শক্তিশালী এবং বিধ্বংসী হামলা চালাবে।
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহীম আজিজি ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসলামিক রেভ্যুলুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) মাধ্যমে এটি ছিল প্রথম হামলা। আমাদের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি। যদিও ভুলক্রমে কিছু বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ইসরায়েল যদি আবারও ভুল করে, তাহলে পরবর্তী হামলা হবে আরও বিধ্বংসী।”
ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধ নিয়ে আজিজি বলেন, “আজ রাতেই ইসরায়েল প্রতিশোধ নিতে পারবে না। তারা প্রস্তুত নয়।” এর আগে ইরান তেলআবিব, হাইফা, এবং জেরুসালেমের মতো ইসরায়েলের প্রধান শহরগুলোতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কয়েক সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে এবং লেবাননে স্থল আক্রমণ চালায়। এই ঘটনার পরই ইরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।