পূজায় মাতোয়ারা কলকাতার প্রেক্ষাগৃহ: একসঙ্গে মুক্তি পেল তিন জনপ্রিয় সিনেমা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলকাতার সিনেমা জগতে উৎসবের আমেজ চলছে। পাঁচ দিনের পূজা উদযাপনের সঙ্গে তাল মিলিয়ে গতকালই মুক্তি পেয়েছে তিনটি নতুন সিনেমা, যা পূজার এই সময়টিতে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি সিনেমাতেই জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন, আর সেগুলো ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’

এবারের পূজার সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হলো ‘টেক্কা’। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবির মূল চরিত্রে আছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র। বহুদিন পর দেবকে একটি থ্রিলার অ্যাকশন সিনেমায় দেখা গেল, যেখানে নিজের চাকরি ফেরত পেতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ইকলাখ, অর্থাৎ দেব।
ট্রেলারের উত্তেজনা আগেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে তুলেছিল, আর মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। বক্স অফিসে অন্য ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে পারে কি না, তা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে।

পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’

এবারের পূজার আরেক আকর্ষণ মিঠুন চক্রবর্তীর ‘শাস্ত্রী’। দীর্ঘদিন পর এই ছবিতে দেবশ্রী রায়ের সঙ্গে জুটি বেঁধেছেন ‘মহাগুরু’।
ছবির গল্পে মিঠুনের চরিত্রটি একজন অতি জ্যোতিষবিশ্বাসী ব্যক্তি, যিনি নানা ঘটনার পর ছা-পোষা মধ্যবিত্ত থেকে ‘শাস্ত্রী’ হয়ে ওঠেন। ছবিতে মিঠুন এবং দেবশ্রী ছাড়াও সোহম চক্রবর্তী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
পথিকৃৎ বসুর পরিচালনায় এবং সুরিন্দর ফিল্মস ও সোহমস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই ছবিটিও পূজার বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে।

নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’

উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে এবার মুক্তি পেয়েছে ‘বহুরূপী’। ‘রক্তবীজ’-এর পর এটি তাদের নতুন সিনেমা, যা পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ছবির গল্পে ১৯৯৮ থেকে ২০০৫ সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে কৌশানী মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী অভিনয় করেছেন। ইতিমধ্যেই ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

কলকাতার পূজার এই তিন সিনেমা যেন পূজার আনন্দকে আরও রঙিন করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *