নতুন নোটে নেই বঙ্গবন্ধুর ছবি: ডিজাইন পরিবর্তনের নির্দেশনা!

২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের নকশা প্রস্তাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন এই নোটগুলোতে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

সূত্র জানায়, প্রাথমিকভাবে এই চার ধরনের নোটের নকশা পরিবর্তন করা হবে। এরপর ধাপে ধাপে সব ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক একযোগে কাজ করছে।

গত ২৯ সেপ্টেম্বর, অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। চিঠিতে নতুন মুদ্রার নকশার জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। অর্থ বিভাগ দ্রুততম সময়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছে।

বর্তমানে ১ টাকা থেকে ১০০০ টাকার ১০টি কাগুজে নোট প্রচলিত আছে, যার মধ্যে সব নোটেই বঙ্গবন্ধুর ছবি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নোটের ডিজাইন শেখ হাসিনা সরকারের সময় ছাপানো হবে এবং এতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যদি সরকার নোটে বঙ্গবন্ধুর ছবি রাখতে চাইতো, তবে নতুন ডিজাইন চাওয়ার প্রয়োজন হতো না। সুতরাং, নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে না বলেই ধরে নেওয়া যায়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে নোটের ডিজাইন পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, “যখন টাকশালে নোট তৈরির প্রয়োজন হবে, তখন নোট ছাপানো হবে।”

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, তিনি বর্তমানে এই বিষয়ে অবগত নন এবং আগামীকাল বিস্তারিত জানাতে পারবেন।