ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান মৌসুম শুরু হয়েছে, তবে এর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হচ্ছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। আজ ক্রিস্টাল প্যালেসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে লিভারপুল।
ম্যাচের শুরুতেই ৩০ সেকেন্ডের মাথায় দিয়েগো জোতার গোলের মাধ্যমে লিভারপুলকে এগিয়ে দেন। কোডি গাকপোর পাস থেকে অসাধারণ একটি শটে বল জড়িয়ে দেন ক্রিস্টাল প্যালেসের জালে। এরপর লিভারপুলের আরেকটি গোলের সুযোগ হারান জোতা, যখন ৩৪ মিনিটে মোহাম্মদ সালাহ এবং রায়ান গ্রাভেনবার্খের সহায়তায় পাওয়া বলটি তিনি বারের ওপর দিয়ে বাইরে পাঠান।
ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডাররা লিভারপুলের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় এবং ১-০ গোলের এই ব্যবধানে লিভারপুল মাঠ ছাড়ে। ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে ছিল লিভারপুলের, কিন্তু তাদের আরেকটি গোল করার সুযোগ হয়নি।
লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ম্যাচটি খুব কঠিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এখানে আসাটা সব সময়ই চ্যালেঞ্জিং। আগের বছরের তুলনায় ফলাফল খুব একটা বদলায় না।”
এই জয়ের ফলে সাত ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ১৮। অপরদিকে, সমান ম্যাচে ১৭ পয়েন্ট করে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।